Sunday, 27 September 2015

স্ত্রীর প্রতি কিছু দায়িত্ব যা দাম্পত্য জীবনকে আরো মধুর করে

[দাম্পত্য জীবনকে যে কতভাবে রোমান্টিক করে তোলা যায় আর স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম,ভালবাসাকে আরো কতভাবে গাঢ় করে তোলা যায় তা নোমান আলী খানের এ বক্তব্যর মধ্যে ফুটে উঠেছে।যদি এখনও আবিয়্যাইত্তা,তবুও নুমান আলী খানের কয়েকটি কথা খুব ভাল লেগেছে।তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম-]

দিনশেষে ঘরে ফিরে এটাই হয় আপনার স্ত্রীর উদ্দেশ্যে আপনার প্রথম কথা। আপনি আসলে কি করছেন আপনি জানেন? আপনি আপনার দাম্পত্য জীবনকে নিজ হাতে ধ্বংস করছেন।এখন আমি কিছু প্রশ্ন করবো আমার ভাইদের উদ্দেশ্যে। আমার প্রশ্নগুলো বোনদের পক্ষ থেকে নয় বরং একজন সাংসারিক পুরুষ হিসেবে অপর পুরুষদের উদ্দেশ্যে।

• আপনি শেষ কবে আপনার স্ত্রীর জন্য উপহার হাতে ঘরে ঢুকেছিলেন তাকে চমকে দেবার জন্য?

• শেষ কবে আপনি আপনার স্ত্রীর জন্য অন্তত কিছু একটা নিয়ে ঘরে ঢুকেছিলেন, একদম নিজ থেকেই, তার কোন আবদার ছাড়াই?

• শেষ কবে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘরের পাশের বাজারটিতে নিয়ে গিয়েছিলেন যেখানে আপনার স্ত্রী কেনাকাটার জিনিস বাছাই করতে করতে আপনার মতামত চাইছিল আর আপনি বলছিলেন, "এটা না, হুম ওটা নাও..."?

• শেষ কবে আপনি আপনার স্ত্রীকে বিনা আবদারে বাহিরে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছিলেন?

• শেষ কবে আপনি আপনার স্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার পাশের দোকান থেকে কিছু একটা কিনে দিয়েছিলেন - অন্তত একটা আইসক্রিম?

একটু মনে করুন.....।

আসলে সত্য কথাটা কী জানেন? আপনার স্ত্রী আপনার থেকে বেশি কিছু চান না, আপনার প্রতি আপনার স্ত্রীর আবদারগুলো খুবই সীমিত। আপনার কাছে আপনার স্ত্রী যা চান তা হলো - আপনার সময়, তার প্রতি আপনার আর একটু বেশি মনোযোগ। খুব কি বেশি এই চাওয়াটুকু?

(নুমান আলি খান)

No comments:

Post a Comment