পবিত্র প্রেম আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। সুতরাং মনে মনে নিজের অজান্তে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা বা পছন্দ হয়ে যাওয়া কোন দোষের নয় বরং তা আল্লাহ প্রদত্ত মানুষের একটি সহজাত প্রবৃত্তি। কারন এ হল মনের ব্যাপার। আর মন যদি পবিত্র ও নির্মল থাকে, তাহলে পাপেরও ভয় থাকে না তখন।
পবিত্র প্রেম হল অন্তঃসলিলা ফল্গুধারার মত যা নীরবে অন্তরের অন্তরতম প্রদেশে লুকিয়ে বইতে থাকে, কিন্তু উচ্ছৃঙ্খল হতে পারে না।
পবিত্র প্রেম সেই প্রেমকে বলে যার মাঝে থাকে না কোন পাপ পঙ্কিলতা, থাকে না কপটতা ও কাম চরিতার্থ করার কোন বাসনা।
পবিত্র প্রেম হল পবিত্র হৃদয়ের সেই ভালোবাসা ও আকর্ষনের নাম যা হৃদয়ের মাঝেই সীমাবদ্ধ থাকে।
বিবাহের পূর্বে প্রেম হৃদয়ের বাইরে বেড়িয়ে এলেই তা অপবিত্র হয়ে যায়। দর্শন, আলাপন, পত্রালাপ,স্পর্শ প্রভৃতি আবর্জনা মিশেই প্রেম কলূষিত হয়। উপরোন্তু বিবাহ এসব থেকে পবিত্র করে, প্রেমকে নির্মল রাখে। প্রকৃতিগত ভালবাসাই একমাত্র ভালোবাসা, যা মানসিক আশা-আকাঙ্ক্ষাকে প্রতারিত করে না। কিন্তু সমস্যা হল, লোকেরা স্ত্রীর সাথে প্রেমকে প্রেম মনে করে না, মনে করে বাপুত্তি অধিকার। পক্ষান্তরে অপবিত্র ও অস্বাভাবিক প্রেমকেই লোকেরা "ভালোবাসা" নামে অভিহিত করে।
বিবাহ বহির্ভূত প্রেম ততক্ষণ পবিত্র থাকে যতক্ষণ তা হৃদয় গোলাপের মাঝে সৌরভের মত লুক্কায়িত থাকে। হৃদয় ছাপিয়ে বাইরে এলেই তা অপবিত্র হয়ে যায়। অনেক পবিত্র প্রেম অচেনা-অজানা ভাবেই বৃদ্ধি পেতে থাকে। গোপন সে প্রেমের কথা জানতে পারে না প্রেমিক, না পারে প্রেমিকা।অচেনা আকর্ষনে পূর্নিমার রাতে জোয়ার আসে, হাস্নাহেনা ফুল ফুটে গোপনে গোপনে সুবাস বিতরন করে।
পবিত্র প্রেমে উচ্ছৃঙ্খলতা নেই, নেই ছটফটানি।প্রেমের আহ্বানে সাড়া না পেলে ধৈর্য্যহীনতা নেই।প্রেম হয়ে যাওয়াটা মানুষের প্রকৃতিগত ব্যাপার এবং তা সুকোমল হৃদয়ের পরিচয়। কিন্তু প্রেম করাটা খারাপ অর্থাৎ প্রেম নিবেদন করা, বা কাউকে প্রেমের অভিনয়ে ধোঁকা দেয়া অথবা অবৈধভাবে প্রেমের মঞ্জিল অতিক্রম করা ভাল মানুষের কাজ নয়। আসলে হৃদয়ের প্রেমকে যে নিয়ন্ত্রণে রেখে যথাযথভাবে বৈধভাবে যথাস্থানে প্রয়োগ করতে পারে, সেই প্রকৃত প্রেমিক মানুষ। যেমন প্রেমহীন শুষ্ক হৃদয় ভালো নয়, তেমনি উচ্ছৃঙ্খল মানসিকতাও ভাল নয়।
পবিত্র প্রেমের সাথে কামনার কোন সম্পর্ক নেই। প্রেম ও কামনা হল সম্পূর্ন আলাদা জিনিস। প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। আর কামনা হচ্ছে সাময়িক উত্তেজনা।
অতএব এক আল্লাহর প্রতি ভয় ও ভরসা রেখে আপনার পবিত্র প্রেমের প্রস্ফুটিত গোলাপকে পবিত্র রেশমী রুমালে জড়িয়ে সুকোমল হৃদয়েই সুরক্ষিত রাখুন এবং পবিত্রভাবেই সেখান থেকে খুলে নেয়ার চেষ্টা করুন।।
আল্লাহ আমাদের সবাইকেই সেই তওফিক দান করুন...আমীন।।
No comments:
Post a Comment